
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪১
স্থানীয় সূত্রে জানা যায়, চর বালুয়ার একটি অংশে তার স্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছে। রাতে তিনি তার বায়রা ভাই নুর নবীসহ স্কেভেটর মেশিন দেখাশোনা করে বাড়ি ফিরছিলেন। পথেমধ্যে একটি বাড়ি থেকে সৌরভকে কে বা কারা ডাক দেয়। পরে তিনি ওই বাড়ির দিকে গেলে দুর্বৃত্তরা তাকে প্রথমে এলোপাতাড়ি মারধর করে।
এ সময় দুর্বৃত্তরা তার বায়রা ভাইকেও মারধর করে তার মাথা ফেটে গেলে তিনি সেখান পালিয়ে চলে আসতে সক্ষম হলেও সৌরভ আসতে পারেনি। এক পর্যায়ে দুর্বৃত্তরা সৌরভের গলা কেটে তাকে হত্যা করে। খবর পেয়ে শেষ রাতের দিকে চরবালুয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে সৌরভের মরদেহ উদ্ধার করে ফাড়িতে নিয়ে যায়।
