ভোলার তজুমদ্দিনের ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ হিন্দু সম্প্রদায়ের মন্দির গুলোতে আজ সরস্বতীপূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন তারা।
সরস্বতী পূজা উপলক্ষে অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়, বিশেষ করে শিক্ষার্থীরা আজ বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ইত্যাদি।
উপজেলার ফজিলাতুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা যায়,খুব সুন্দর সাজে সেজে এসেছেন শিক্ষার্থীরা। স্কুলের প্রধান শিক্ষক বাবু দিলিপ কুমার দাস বলেন আমি সহ শিক্ষার্থীদের সহযোগিতা করে সুন্দর ভাবে পুজা উৎযাপন করি।হিন্দু শিক্ষার্থীদের অংশগ্রহনে মুখরিত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। বিগত বছরের মত এবারও আমরা ধর্মিয় ভাবমুর্তি বজায় রেখে দেবি সরস্বতীর আরাধনা ও পুজার আয়োজন করি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।