ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্কুল মাঠে ওই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার উদ্বোধন করেন।
প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগমের সভাপতিত্বে বক্তৃতা করেন, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহে আলম বাচ্চু মিয়াজী, সাবেক প্রধান শিক্ষক আ.ন.ম আবদুল্লাহ প্রমুখ।
এরপর অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।