
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১৯:৪৩

গত ১৬ জানুয়ারি ২০২০ চট্টগ্রাম থেকে এফবি বাকলিয়া- ১ নামের একটি ফিশিং ট্রলার ১৯ জন জেলেসহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রার তিনদিন পর সাগরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এবং মোবাইল নেটওয়ার্কের বাহিরে চলে যাওয়ায় ট্রলারের জেলেদের সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অপর একটি ঘটনায় গত ১৯ জানুয়ারি ২০২০ কক্সবাজার হতে এফভি জিন্দাপীর নামের একটি ফিশিং ট্রলার ১৩ জন জেলেসহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়ে সাগরে মাছ ধরা অবস্থায় ২২ জানুয়ারি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে। মিয়ানমারের নৌবাহিনী কর্তৃক নিখোঁজ ট্রলার দুইটিকে উদ্ধার করে সিটওয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট কে জানায়। মিয়ানমারের নৌবাহিনী কর্তৃক ট্রলার দুইটিতে থাকা ক্রুদের জাতীয়তা যাচাই শেষে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করে। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশ কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করে দ্রæততার সাথে হস্তান্তর প্রক্রিয়ার অনুরোধ জানায়।
পরবর্তীতে গত ২৬ জানুয়ারি ২০২০ আনুমানিক ১২০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সৈয়দ নজরুল’ সেন্টমার্টিন্স দ্বীপের অদূরে বাংলাদেশ মিয়ানমারের আন্তজার্তিক সমুদ্র সীমানার জিরোলাইনের কাছে অবস্থান নেয় এবং ৩২ জন জেলেসহ ট্রলার দুটিকে নিরাপদে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে ফিরিয়ে আনা নিখোঁজ ৩২ জেলেকে বোটের মালিকপক্ষের উপস্থিতিতে কোস্ট গার্ড স্টেশান সেন্টমার্টিন্স এর মাধ্যমে তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। এ সংক্রান্ত স্থির চিত্র সংযুক্ত করা হলো।
ইনিউজ ৭১/এম.আর