কক্সবাজারেরর উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২৫ লাখ টাকা। রবিবার ভোরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প -১১ বি -৫ ব্লকের রোহিঙ্গা মার্কেটে এ অ্গ্নিকান্ডের ঘটনা ঘটে।
সাধারণ রোহিঙ্গারা জানিয়েছেন রোহিঙ্গারা দীর্ঘ দুই বছর ধরে মার্কেটে ব্যবসা করছিল। তারা আজ সবাই নি:স্ব হয়ে গেছে। তারা বলেন পাশ্ববর্তী একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্হলে পৌছে আগুন নিয়ন্ত্রন আনেন।
উখিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার এমদাদুল ইসলাম বলেন ঘটনার খবর পাওয়া মাত্রই দুইটি ইউনিট কে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পাশ্ববর্তী চায়ের দোকান আগুনের সূত্র পাত্র।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।