
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ৩:১৬
শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার মধ্যপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল, নকল জর্দা কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল জর্দা ধ্বংস ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার ২৬ জানুয়ারি বেলা ১২টা থেকে ২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন শরীয়তপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সুজন কাজী, শরীয়তপুর জেলার কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি মোঃ বিল্লাল হোসেন, শরীয়তপুর সদর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ আবুল হোসেন এবং পালং থানা পুলিশের একটি দল।
ভোক্তা অধিকার সহকারী পরিচালক সুজন কাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনোহর বাজারে একটি নকল জর্দা কারখানা থেকে বিপুল পরিমাণ জর্দার কৌটা ও প্যাকেট পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জর্দা কারখানার মালিক লিটন বেপারীকে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৫০ ধারা মতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব