
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ২৩:৪২
ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে ৪নং ওয়ার্ড যুবলীগ নৌকা, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলের পক্ষে ভোটারদের দুয়ারে দুয়ারে ভোট প্রার্থনা করে। কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ৪নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা খন্ড খন্ড হয়ে ভোট নৌকার প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস ও ঠেলাগাড়ী মার্কায় ভোটের প্রচারণা চালিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুকের নিদের্শনায় প্রচারণায় অংশনেন ৪নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মোঃ সালাম শেখ, যুগ্ম আহ্বায়ক নূরে আলম জীবন, সদস্য সচিব কামরুজ্জামান তারেকসহ যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। অন্যদিকে, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ হাসান শামীমের নেতৃত্বে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ প্রচারণায় অংশ নেন।
প্রচারণা শেষে মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক বলেন, উন্নয়নের পক্ষে বিজয়ের কোনো বিকল্প নেই, আমাদের সকল মানঅভিমান ভুলে দলীয় প্রার্থীকে বিজয়ী করাই আমাদের ঈমানি দায়িত্ব। আমাদের ভুলে গেলে চলবে না, আগুন সন্ত্রাসের কথা, গ্রেনেড হামলার কথা, সিরিজ বোমা হামলার কথা। সাধারণ ভোটাররা শান্তি চায়, তাই তারা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু আমাদের রেষারেষিতে অন্যপক্ষ সুবিধা না পায়। সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে।
৪নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম জীবন বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নৌকার প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের তুলনায় বিএনপির প্রার্থী নাবালক। আমাদের নগরবাসী অনেক সচেতন। তাই অভিজ্ঞতার আলোকে যোগ্য প্রার্থী হিসেবে নগরবাসী দক্ষিণের নগর পিতা হিসেবে ভোট বিপ্লবের মাধ্যমে আগামী ১লা ফেব্রুয়ারী তাপস ভাইকে বিজয়ী করবেন। আমরা ৪নং ওয়ার্ড যুবলীগ নৌকা এবং আওয়ামী লীগ সমর্থীত প্রার্থীদের বিজয়ী করে ঘরে ফিরবো ইনশাহআল্লাহ্।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব