
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ২২:৫২

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে ২৪ ঘন্টা স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্মশালাটি বাস্তবায়ন করেন। বুধবার সকাল থেকে দিনব্যাপী পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে এই কর্মশালার আয়োজন করেন পরিবার পরিকল্পনার এমসিএইচ সার্ভিসেস ইউনিট। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এসময় আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ পরিচালক ড. এটি এম মাহবুব উল করিম, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইব্রাহিম টিটন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উপ পরিচালক ডা: তৃপ্তি বালা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক অরবিন্দু দত্ত ও পলাশ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম খাইরুল আমিন। কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, এনজিও সহ সরকারী-বেসরকারী প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
ইনিউজ ৭১/এম.আর
