
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ১৭:৪৬

বাউল শিল্পী শরিয়ত সরকার বয়াতির নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ বাউল একাডেমি ফাউন্ডেশন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। বাংলা বাউল একাডেমি ফাউন্ডেশনের সভাপতি মো. নেওয়াজ দেওয়ান, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, জালাল বয়াতি প্রমুখ বক্তব্য দেন।
সভাপতি মো. নেওয়াজ দেওয়ান বলেন, বাউল শিল্পী শরিয়ত সরকার বয়াতির ওপর আনীত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অন্য বক্তারা বলেন, বাউলরা দেশের কথা বলে, মানুষের কথা বলে। তারা ইসলামী গানও করেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে এমন গান বাউলরা করে না। বাউল গান করলে কেউ যদি ধারণা করেন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বাউলদের গ্রেফতার করে দমিয়ে রাখা যাবে না। বাউলরা দেশ, দশ ও মানবতার জন্য তাদের গান চালিয়ে যাবে।

ইনিউজ ৭১/এম.আর