হিজলায় ৪ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২০শে জানুয়ারী ২০২০ ১১:০১ অপরাহ্ন
হিজলায় ৪ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

বরিশালের হিজলা উপজেলা হাসপাতাল এলাকার পাশে অবস্থিত ৪ টি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযানে ৪ জনের কারাদণ্ড এবং ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসকের নির্দেশে ২০ জানুয়ারি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

এসময় তার সাথে সহযোগিতায় ছিলেন, সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ নাভেদ এবং ক্যাপ্টেন মোঃ খালেদ ইকবাল এর নেতৃত্বে র্র্যাব ৮ বরিশাল। মোবাইল কোর্টের অভিযানে রেমিডি ক্লিনিককে ৪০ হাজার টাকা জরিমানা এবং এর মালিক পক্ষের খলিলুর রহমানের ২ মাসের কারাদণ্ড ও ল্যাব টেকনিশিয়ান অমৃত কুন্ডকে ১ মাসের কারাদণ্ড, মেডিকেল ফিজিওথেরাপি সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা, সান এক্সরের জালালকে ২০ হাজার টাকা এবং এর টেকনিশিয়ান মোঃ জাহিদুল ইসলাম কাফিকে ১ মাসের কারাদণ্ড, সেবা ডায়াগনস্টিকের জাকিরকে ১ মাসের কারাদণ্ড এবং মালিক পক্ষের রুহুল মুন্সীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সঠিক কাগজপত্র না পাওয়া পর্যন্ত এগুলোর কার্যক্রম বন্ধ থাকবে।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, বরিশাল জেলা প্রশাসকের নির্দেশে দুটি আইনে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। প্রথমটি মেডিকেল প্রাকটিস বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি অধ্যাদেশ ১৯৮২ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ৪ জনের কারাদণ্ড এর মধ্যে ১ জনের ২ মাস অপর ৩ জনের ১ মাস করে কারাদণ্ড প্রদান এবং ৪ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব