
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১৮:২২

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোড় মোড় এলাকায় একাধিক স্থানে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ফলে এখানে মহাসড়কের দুইপাশের গুরুত্বপূর্ণ স্থান এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
এতে সবচেয়ে বেশি দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহনের যাত্রীদের। এসব দেখার কেউ নেই। অথচ পাশেই রয়েছে হাইওয়ে পুলিশের থানা। হাইওয়ে পুলিশ সদস্যরা এসব দেখলেও তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন, যেমন এসব তাদের দায়িত্বের মধ্যেই পড়ে না।সরেজমিন দেখা যায়, আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা এখানে মহাসড়কের পাশে ফেলছে অনেকে প্রকাশ্যে।
এসব ময়লার দুর্গন্ধে এখানকার যাত্রী ছাউনিতে যাত্রী সাধারণ দাঁড়াতে দায় হয়ে পড়ছেন। পথচারীরা নাক ছেপে রাস্তা পারাপার হচ্ছেন। ফেলানো ময়লার চাপে এখানকার পানি নিষ্কাশনের নালাগুলো অনেকটা বন্ধ হয়ে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এখানে এই অবস্থা সৃষ্টি হয়েছে। দূষিত হচ্ছে পরিবেশ। এ ব্যাপারে জরুরি ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন পথচারী সহ স্থানীয় লোকজন।

ইনিউজ ৭১/এম.আর