সরাইল উচালিয়া পাড়া মাদ্রাসায় কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ১৯শে জানুয়ারী ২০২০ ০৪:২২ অপরাহ্ন
সরাইল উচালিয়া পাড়া মাদ্রাসায় কম্বল বিতরণ

ব্রাক্ষণবাড়িয়া জেলায় সরাইল উপজেলার সদরে উচালিয়াপাড়া জামিয়া ইসলামিয়া দারুল কোরআন ও এতিমখানায় এতিম,অসহায়, গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ পঞ্চমী  মাঘের দিন। গ্রামীণ জনপদে মাঘ শীতের দাপট নিয়েই আসে।

বিশেষ করে দেশের হাওরঞ্চলে কাঁপন ধরানো শীতের হাওয়া আর মাঘেশীতের ছোবলে কাহিল হয়ে পরে  জনজীবন। হিমেল বাতাস শরীরে কাঁটার মতো বিঁধতে থাকে। কষ্ট দায়ক কিছু শৈত্য প্রবাহ আর হাড় কাঁপানো শীতের দাপট দেখিয়ে বিদায় নিল পৌষ। ষড়ঋতু হিসাবে পৌষ-মাঘ শীতের ঋতু। পৌষ আর মাঘের জোড়া মাসে গ্রামীণ জনপদে বরাবরই কিছুটা প্রভাব ফেলে যায়। রেখে যাওয়া সহোদর এই মাঘ কী করে সেটাই এখন দেখার পালা।বাংলারঋতু-প্রকৃতিতে কথায় আছে, মাঘের শীত নাকি বাঘকেও হার মানায়।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার দারুল কোরআন উচালিয়াপাড়া মাদ্রাসায় মহাজাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এর সৌজন্যে হত দরিদ্র, এতিমদের মাঝে কম্বল  বিতরণের সময় উপস্থিত ছিলেন, উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ জহিরুল ইসলাম, হাফেজ আব্দুর সাওার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, হাজী ইসহাক ও মোঃ জাকারিয়াসহ মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী, গণমাধ্যম ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব