
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ২১:২০

রাজধানীর বসুন্ধরায় অবস্থিত শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের দুই শিক্ষক গতকাল আসরের পর থেকে নিখোঁজ। এ পর্যন্ত তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ ওই দুই মাদরাসাশিক্ষকের নাম মুফতী রিজওয়ানুল কবীর সানীন এবং মুফতী শরীফ মালিক।
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের অন্য একজন শিক্ষক মাওলানা আতাউর রহমান এ খবর নিশ্চিত করেছেন ফাতেহ টুয়েন্টি ফোরকে। তিনি জানান, গতকাল আসরের পর মাদরাসা থেকে ব্যক্তিগত কাজে বেরিয়েছিলেন এই দুই শিক্ষক, তারপর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজ মুফতী রিজওয়ানুল কারীম মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি আর্থ মানবতার সেবায় নিয়োজিত ছিলেন। নিজ উদ্যোগে অভাবী ও অসহায় মানুষের সেবা প্রদানের কাজে “হাসানাহ” নামক একটি সেবা সংস্থা পরিচালনা করতেন তিনি। মুফতী শরীফ মালিক ছিলেন তাঁর সহযোগী।
উল্লেখ্য, বিগত কয়েক মাসে বিশিষ্ট লেখক ও কুরআন গবেষক মাওলানা আতীক উল্লাহ-সহ বেশ কয়েকজন মাদরাসাশিক্ষক এভাবে নিখোঁজ হয়েছেন। এরমধ্যে মাওলানা আতীক উল্লাহকে নিখোঁজের মাস দেড়েক পর জঙ্গি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর