
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ২১:১৭

রাজধানীর ৫৪ নং ওয়ার্ডের তুরাগের অধিকাংশ রাস্তাঘাট ও ড্রেনের বেহাল দশায় জন চলাচলের বিঘ্ন ঘটছে । ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পড়তে হচ্ছে । সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়, ভাঙ্গা রাস্তায় গাড়ি চলাচল সহ মানুষ চলাচল অসম্ভব হয়ে পড়েছে।
এলাকাবাসী জানায়, বর্তমান ঢাকা উত্তর সিটির ৫৪ নং ওয়ার্ডে রয়েছে একজন কাউন্সিলর একজন সংরক্ষিত নারী কাউন্সিলর। ১১ মাস হয়েছে এলাকা গুলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অন্তর্ভুক্ত হলেও এখানে তেমন নাগরিক সুবিধা নেই বলেই চলে। এই ওয়ার্ডে জনগণের চলাচলের জন্য পাকা-আধাপাকাসহ অসংখ্য কাঁচা রাস্তা রয়েছে। ভাঙ্গা রাস্তা গুলো দিয়ে প্রতিদিন অসংখ্য ট্রাক, বাস, সিএনজিচালিত অটোরিকশা, ইজি-বাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। দুর্ভোগ লাঘবের জন্য এসব রাস্তা দ্রুত মেরামত ও ড্রেন'র ব্যবস্থার দাবি জানিয়েও কাউন্সিলর যুবরাজের কাছ থেকে কোন সমাধান বা আশ্বাস পাননি এলাকাবাসী।
তুরাগে অধিকাংশ রাস্তাঘাট অপরিকল্পিত, নেই ড্রেনের ব্যবস্থা। এমন চিত্র দেখা যায় রানাভোলা,কামারপাড়া, ভাটুলিয়া, ধউর, রাজাবাড়ি, ফুলবাড়িয়া, সিরাজ মার্কেট, ধরঙ্গার টেক, নয়ানগর, চন্ডালভোগ, ডিয়াবাড়ী, নলভোগ, পাকুড়িয়া, আহালিয়া, দলিপাড়া, বাউনিয়া, উলুদাহা, বাদালদী ও তুরাগের ফাঁড়ি এলাকাসহ বেশ কিছু এলাকা।
রাস্তাঘাটের বেহাল দশার জন্য সিটি কর্পোরেশনের বরাদ্দ না থাকাকে দায়ী করে দায়িত্ব এড়িয়ে যান বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ। এদিকে আগামী ১লা ফেব্রুয়ারী অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হলে ৫৪ নং ওয়ার্ডের উন্নয়নে জনগন'কে সাথে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী সোহেল শেখ।

ইনিউজ ৭১/এম.আর