
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ২:১১
ব্রাহ্মণবাড়িয়ার যুবসমাজের অহংকার জেলা ছাত্রলীগের সাবেক সফল সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ হাসান সারোয়ার (ভিপি হাসান) জেলা যুবলীগের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। তিনি সকলের ভালোবাসা ও সমর্থন চেয়েছেন।
জানা গেছে, জেলা যুবগলীগের সম্মেলন সামনে। এরই মধ্যে বিভিন্ন পদপ্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। একপদে একাধিক প্রার্থী ছুটছেন বিভিন্ন উপজেলায় নেতা-কর্মীদের দ্বারে দ্বারে। তবে একাধিক প্রার্থী থাকলেও দলের জন্য নিবেদিত, সৎ ও যোগ্যদেরই মূল্যায়ন করবেন সিনিয়র নেতৃবৃন্দ, এমনটাই বিশ্বাস সকল প্রার্থীর।গত ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে জেলার সদর আসনে নৌকার বিজয় হয়েছে। নৌকার জয়কে অব্যাহত রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক, রাজনীতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এতে অগ্রণী ভূমি রাখছেন যুবলীগের ত্যাগী নেতা-কর্মীরা। এসবকাজে ভিপি হাসানের ভূমিকাও চোখে পড়ারমতো। যুবলীগ সভাপতি প্রার্থী ভিপি হাসান সকলের পরিচিত মুখ। তিনি জেলা জুড়ে একজন সৎ, সাহসী, মেধাবী ও আওয়ামী রাজনীতির ত্যাগী কর্মী হিসেবে পরিচিত। বঙ্গবন্ধু’র আদর্শে অনুপ্রাণিত ভিপি হাসান দলের সকল কর্মকাণ্ডে সর্বদা মাঠে থাকেন।
আওয়ামী লীগের একাধিক প্রবীণ নেতা ও ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সঙ্গে আলাপ করলে তাঁরা বলেন, “ভিপি হাসান সবার প্রিয়। সে অত্যন্ত ভালো ছেলে এবং দলের জন্যে নিবেদিত। হাসান একজন কর্মীবান্ধব ছাত্রনেতা। এ ব্যাপারে মোঃ হাসান সারোয়ার (ভিপি হাসান) বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু’র আদর্শের একজন সৈনিক। সেই আদর্শেই আমার রাজনৈতিক জীবন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মাঠে মানুষের জন্যে কাজ করছি। আমি আমার দলের জনবান্ধন সর্বস্তরের নেতাদের প্রতি আস্থা বিশ্বাস আছে। আমি জেলা যুবলীগের সভাপতি প্রার্থী হয়েছি। যদি আমি দলের জন্যে ভালো কিছু করে থাকি, তাহলে দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে। আর যদি দলীয় স্বার্থে মূল্যায়ন নাও করে, তাতে আমার কোনো দুঃখ থাকবে না। কারণ আমি দলকে ভালোবাসি, তবে আমি আশাবাদী।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব