বোরহানউদ্দিনে দুই-এক দিনের মধ্যে খালে অবৈধ উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৬ই জানুয়ারী ২০২০ ০৬:০৩ অপরাহ্ন
বোরহানউদ্দিনে দুই-এক দিনের মধ্যে খালে অবৈধ উচ্ছেদ অভিযান

ভোলার বোরহানউদ্দিনে দুই-এক দিনের মধ্যে খালে অবৈধ উচ্ছেদ অভিযান চলবে।  বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ওই সিদ্ধান্ত হয়। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বড়মানিকা ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ,

মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, কৃষি কর্মকর্তা ওমর ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনছার আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম,কুতুবা ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ, সাচড়া ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা প্রমুখ।সভায় উপজেলার বিভিন্ন খাল দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুণরুদ্ধারের  বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। ওই সময় ইউএনও দুই-এক দিনের মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হবে জানিয়ে জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করেন। ওই সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল সরকারি, বে-সরকারি ও স্বায়ত্বশাষিত দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।