
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ২২:৫৯

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুই দিনব্যাপী এ উচ্ছেদ অভিযানে অবৈধ দখলদারদের কাছ থেকে রেলওয়ের ছয় একর সম্পত্তি দখলমুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে এস্টেট অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, ঘোড়াশাল টান রেলওয়ে ষ্টেশন থেকে নামা রেলওয়ে ষ্টেশন পর্যন্ত এবং ঘোড়াশাল বাজার এলাকায় রেলের প্রায় ৬ একর জমিতে দীর্ঘদিন যাবত একটি প্রভাবশালী মহল অবৈধ ভাবে রেলওয়ের জমিতে ৮২০ টি দোকান ও স্থাপনা নির্মাণ করে ব্যবস্যা করে আসছিল। এসব অবৈধ দখল মুক্ত করতে রেলওয়ের পক্ষ থেকে বুধবার-বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল চারটা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এতে রেলওয়ের ছয় একর সম্পত্তি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় ডিভিশনাল রেলওয়ে ব্যাবস্থাপক এ এম সালাউদ্দিন, বিভাগীয় ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার আরিফ হোসেন, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল আলম প্রমুখ।

ইনিউজ ৭১/এম.আর