
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ২২:১৭

র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে আগত অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকটে পাইকারী বিক্রয় করে থাকে।
এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ১৬/০১/২০২০ইং তারিখ গভীর রাতে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, এক মাদক ব্যবসায়ী চক্র রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন কছিম উদ্দিন শেখের পাড়া মৃত চান্দু শেখ এর বসতবাড়ীতে ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এ প্রেক্ষিতে ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১৬/০১/২০২০ইং তারিখ ভোর ০০.১৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন কছিম উদ্দিন শেখের পাড়া মৃত চান্দু শেখ এর বসতবাড়ীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করে ১৩৩ (একশত তেত্রিশ ) বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে এবং আসামী ১। মোঃ দৌলত শেখ(৩৪), পিতা- মোঃ লাল মিয়া শেখ, সাং- কছিম উদ্দিন পাড়া, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ী’কে গ্রেফতার করে।

এ সময় আসামীর হেফাজত থেকে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৬ টি সিমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদ করে তার স্বীকারোক্তি থেকে জানা যায় যে, ধৃত আসামী উক্ত বিপুল পরিমান ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিলো এবং সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
ইনিউজ ৭১/এম.আর