ভারতের সাহায্যে ঢাকায় গড়ে উঠবে ফিল্ম সিটি। নয়াদিল্লীতে ভারত ও বাংলাদেশের তথ্যমন্ত্রীদের বৈঠকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ সিদ্ধান্ত হয়। ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়। তার মধ্যে অন্যতম ঢাকায় ফিল্ম সিটি তৈরিতে ভারতের সাহায্যের বিষয়টি৷
বৈঠকের পর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা ভারতের কাছে ফিল্ম সিটি তৈরির জন্য সাহায্য চেয়েছিলাম৷ তাদের এ ব্যাপারে বিপুল অভিজ্ঞতা আছে। ভারতই এখন বিশ্বের সবচেয়ে বড় সিনেমা প্রস্তুতকারক দেশ।’ ভারতের তথ্যমন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ‘‘ফিল্ম সিটি করা নিয়ে কথা হয়েছে৷ দু’দেশের মধ্যে চলচ্চিত্রের ও সরকারি টিভির অনুষ্ঠান আদানপ্রদান নিয়ে কথা হয়েছে৷ আমরা বাংলাদেশে ফিল্ম সিটি করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি৷’’
সূত্র জানিয়েছে, ফিল্ম সিটি নিয়ে আলোচনার জন্য ভারত অবিলম্বে বাংলাদেশকে একটা প্রতিনিধদল পাঠাতে বলেছে৷ তারা এসে মুম্বই ও হায়দরাবাদে ফিল্ম সিটি দেখবে৷ তারপর কী ধরনের সাহায্য চাই, কোন ধরনের প্রযুক্তি তারা আশা করছে, সে বিষয়ে জানাবে৷ ভারত সে ভাবে বাংলাদেশকে সাহায্য করবে৷
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।