অস্ত্রের মহড়ার ছবি ভাইরাল, অস্ত্রসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই জানুয়ারী ২০২০ ০৬:১২ অপরাহ্ন
অস্ত্রের মহড়ার ছবি ভাইরাল, অস্ত্রসহ গ্রেফতার ২

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সশস্ত্র মহড়ার ছবি ভাইরালের ঘটনায় অভিযান চালিয়ে দুই সন্ত্রাসী নজরুল (৩৮) ও বশির (৩৩) কে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। রবিবার মধ্য রাতে উপজেলার ধানখালী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও ছোরা উদ্ধার করা হয়।  

পুলিশ সূত্রে জানা যায়, ধানখালীতে তাপ বিদ্যুত কেন্দ্রের মালামাল নদী থেকে আনলোডের ঘাট নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজির ঘটনায় টিনু ও তনু বাহিনীর এসব সন্ত্রাসীরা অহরহ সশস্ত্র মহড়া দিয়ে আসছিল। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, অস্ত্রধারী সকল সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব