উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ক্যাম্প পুলিশ। সোমবার সকাল ১১টারদিকে এই অভিযান চালানো হয়। আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসী হলেন উখিয়ার কুতুপালং ৪ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ই-জোনের নুর হোসেনের ছেলে সৈয়দ আলম (৩১)।
মধুরছড়া পুলিশ ফাঁড়ির মোবারক হোসেন বলেন আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে সন্ত্রাসী, অপহরণ সহ নানা ধরণের অপরাধ ও সাধারণ রোহিঙ্গাদের জিম্মি করার অভিযোগ রয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে তাকে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে। উখিয়া থানার ওসি আবুল মনসুর এই অভিযানের সত্যতা স্বীকার করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।