নওগাঁর পোরশায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে জুয়েল (২৫) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন মজিবর নামে আরও একজন। সোমবার দুপুরে উপজেলায় ছাতনতলী এই দুর্ঘটনা ঘটে। জুয়েল একই উপজেলার মিছিরা মলপাড়া গ্রামের আজিজুলের ছেলে এবং আহত মজিবর একই গ্রামের মৃত সোবহানের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে সরাইগাছি থেকে শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি চালিয়ে নিতপুরের দিকে যাচ্ছিলেন জুয়েল ও মজিবর। পথে ছাতনতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয় এবং আহত হয় মজিবর নামে আরও একজন। পরে আহত মজিবরকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।