বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৩ই জানুয়ারী ২০২০ ০৪:১৮ অপরাহ্ন
বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ

অদ্য ১৩ জানুয়ারি ২০২০ বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের সভানেত্রী বেগম ফারজানা কবির কোস্ট গার্ড স্টেশন গজারিয়া ও চাঁদপুরে গরীব ও দুঃস্থদের মাঝে ২০০ টি কম্বল, ১৪৮টি সুইটার এবং ১০ টি চাদর শীতবস্ত্র বিতরণ করেন। সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্ক নারী-পুরুষ, অসহায়-দুঃস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের জন্য কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের উর্দ্ধতন কর্মকর্তাগণ ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ ২০০২ সাল থেকে তার কার্যক্রম শুরু করে বিভিন্ন কল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের এরকম জনকল্যাণমূলক উদ্যোগ আগামীতেও অব্যাহত  থাকবে। এতদসংক্রান্ত খবরের ভিডিও এবং স্থির চিত্র প্রেরণ করা হলো।

ইনিউজ ৭১/এম.আর