
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০, ২১:৭

ভোলার বোরহানউদ্দিনে শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত মুজিববর্ষের সূচনা দিনে শনিবার অর্থ মন্ত্রনালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক,জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী-সমর্থক, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক ব্যাণার, ফেস্টুন,প্ল্যাকার্ড ও বাদ্য যন্ত্র নিয়ে সমবেত হন। ওই স্থান থেকে পৌর মেয়র মো. রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজীর নেতৃত্বে বিশাল র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মুক্তমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বশির গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম। আরো বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক,ওসি ম. এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার বিশ^াস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রকৌশলী আহম্মদউল্লাহ প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে ইউএনও’র কনফারেন্স রুমে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় মুক্তমে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যায় উপজেলা ভূমি অফিস চত্ত্বরে বর্ণীল আতশবাজি ফোটানো হচ্ছে।

ইনিউজ ৭১/এম.আর