সরাইলে আলোচিত স্কুলছাত্রী জয়নব হত্যার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ২০শে ডিসেম্বর ২০১৯ ০৯:৩৮ অপরাহ্ন
সরাইলে আলোচিত স্কুলছাত্রী জয়নব হত্যার আসামি গ্রেফতার

সরাইল উপজেলার কুট্টাপাড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রী জয়নবকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি কানাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভলিবাড়ি রোড়ের পাশে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুরুল হকের নেতৃত্বে কানাইকে অবশেষে সরাইল থানার পুলিশ  এএসআই শাহজালাল ও এএসআই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার পানিশ্বর ইউনিয়নে ভলিবাড়ি রোড়ের পাশ দিয়ে চাদরে মুখ মুড়িয়ে যাওয়ার সময়পুলিশকানাইকে গ্রেফতার করেছেন বলে জানা গেছে। এদিকে স্কুল ছাত্রী জয়নব হত্যার  আসামীকে গ্রেফতারের খবর  ছড়িয়ে পড়লে সরাইল উপজেলার সকল শ্রেণীর মানুষ পুলিশের প্রশংসা করেন। অনেকেই ফেসবুকে পুলিশের ভূমিকার প্রশংসা করে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্থির দাবি। 

সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটু ইনিউজ৭১কে শুক্রবার সকালে জানান, স্কুলছাত্রীকে ধর্ষণ করে নির্মম ভাবে হত্যা করে এই পাষণ্ড।এমন নরপিশাচ পাষণ্ডকে না ধরা পর্যন্ত আমাদের কোন স্বস্তি ছিলনা।গ্রেফতারের মাধ্যমে আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। ন্যায় বিচারের মাধ্যমে আসামীর শান্তি হলে অন্তত পক্ষে এই পরিবারটি একটু শান্তি পাবে।এ মামলা উদঘাটন ও আসামী গ্রেফতার  করতে উর্দ্ধতন কর্মকর্তার সহযোগিতায় সক্ষম হয়েছি।সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, থাকে যে,গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় চতুর্থ শ্রেণির ছাত্রী জয়নবকে ধর্ষণের পর হত্যা করে পাশের বাঁশের ঝাড়ে ফেলে পালিয়ে যায় হত্যাকারী কানাই। এরপর থেকেই হত্যাকারী কানাইকে ধরতে অভিযান চালায় পুলিশ। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব