ভ্যাপ ও ই-সিগারেট বন্ধ হচ্ছে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ২রা ডিসেম্বর ২০১৯ ০৫:৩৪ অপরাহ্ন
ভ্যাপ ও ই-সিগারেট বন্ধ হচ্ছে বাংলাদেশে

চলতি বছরের অক্টোবরে ই-সিগারেটের বিক্রি বন্ধ করে ভারত সরকার। স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে ইলেক্ট্রনিক সিগারেট ও ভ্যাপরাইজার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন। রবিবার (১ ডিসেম্বর) তিনি বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেন। ইউসুফ হারুন বলেন, "স্বাস্থ্যঝুঁকি নির্মূল করতে আমরা ই-সিগারেট ও সব ধরনের ভ্যাপিং পণ্যের প্রস্তুত, আমদানি এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিতে আমরা শক্তভাবে কাজ করছি।" তিনি আরও জানান, ই-সিগারেট গ্রহণের কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রে অসুস্থতা ও মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় নেয়। 

সংসদের বিষয়টি অনুমোদনের জন্য প্রস্তাব করা হবে উল্লেখ করে সচিব বলেন, ই-সিগারেট ও ভ্যাপ নিষেধাজ্ঞার বিষয়টি ২০১৯ সালের তামাক নিয়ন্ত্রণ আইনে সংযুক্ত করা হবে। এর আগে চলতি বছরের অক্টোবরে ই-সিগারেটের বিক্রি বন্ধ করে ভারত সরকার। ধূমপায়ীদের সংখ্যার দিক দিয়ে বর্তমানে সারাবিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। সম্প্রতি ই-সিগারেট গ্রহণের কারণে ১২ জনের মৃত্যু ও ৮০৫ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রে। এর জের ধরে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা ই-সিগারেট না ব্যবহারের পক্ষে নির্দেশনা দেন। 

ইনিউজ ৭১/এম.আর