সরাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ১৬ই ডিসেম্বর ২০১৯ ০৫:৫২ অপরাহ্ন
সরাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। প্রত্যুষে ৩৩ বার তোপধ্বনি ও সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৬টায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটিও উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ শোভাযাত্রা সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল সাড়ে ৮টায় সরাইল অন্নদা মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর পরই পুলিশ, আনসার, ব্যান্ডদল, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউট দল কুচকাওয়াজ এবং শরীর চর্চা প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন সরাইল উপজেলা চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর,উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো,এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহিলা সংরক্ষিত আসনের সংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, সরাইল উপজেলা চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, সরাইল থানা অফিসার ইনর্চাজ মোঃ সাহাদাত হোসেন টিটো, সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুর রাশিদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুর জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, উপজেলা ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মনোয়ার উদ্দিন মদন, সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী,আওয়ামী লীগ নেতা এডঃ সৈয়দ তানভীর হোসেন কাউসার, এডঃ জয়নাল উদ্দিন, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোঃ মাহফুজ আলী, হাজী ইকবাল হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাইম মৃধা।সারাদিনের কর্মসূচির মধ্যে আরও রয়েছে, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের প্রতি সংবর্ধনা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত, কয়েকটি প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশনসহ সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বিজয় কনসার্ট এর আয়োজন করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর