
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ২৩:১৪

ভোলার বোরহানউদ্দিনে উৎসব মুখর পরিবেশে বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। সোমবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। এরপর শহীদ বেদী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধা নিবেদন করেন নানা শ্রেণি পেশার লোক।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌর মেয়র মো. রফিকুল ইসলাম ও ইউএনও (ভারপ্রাপ্ত) মো. বশির গাজীর নেতৃত্বে একটি বিশাল বিজয় র্যালি বোরহানউদ্দিন পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক সমুহ প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ৮ বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও নান্দনিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ সাংসদ ও ইউএনও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। একই স্থানে এরপর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজীর সভাপতিত্বে ওই সময় বক্তৃতা করেন, উপজেলা আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ওসি ম. এনামুল হক, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রকৌশলী আহম্মদউল্লাহ, আচমত আলী প্রমুখ। এছাড়া বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিজয় দিবসে নানা কর্মসূচী পালন করে।

ইনিউজ ৭১/এম.আর