আজ বাংলাদেশ বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৬ই ডিসেম্বর ২০১৯ ১২:৩১ অপরাহ্ন
আজ বাংলাদেশ বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী

৮০ বছরে পা দিল বাংলাদেশ বেতার। ব্রিটিশ শাসনামলে ১৯৩৯ সালের এই দিনে (১৬ ডিসেম্বর) যাত্রা শুরু করেছিল রাষ্ট্রীয় এই সম্প্রচার মাধ্যমটি। জন্মলগ্নে এর নাম ছিল ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র। তখন এ সম্প্রচার মাধ্যমটি অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র হিসেবে চলতো।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই সম্প্রচার মাধ্যম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে পরিচিত হয়। মুক্তিযুদ্ধের ৯ মাস মুক্তিকামী বাঙালিকে দারুণভাবে অনুপ্রাণিত করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অসামান্য ভূমিকা রাখে। স্বাধীন বাংলাদেশের জন্ম ছাড়াও ৮০ বছরের পথচলায় ব্রিটিশদের ভারত ত্যাগ, ৪৭-এর দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশভাগ, পাকিস্তানি শোষণ, মুক্তির সংগ্রামের সাক্ষী আজকের বাংলাদেশ বেতার।

ইনিউজ ৭১/এম.আর