আজ মহান জাতীয় বিজয় দিবস

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: সোমবার ১৬ই ডিসেম্বর ২০১৯ ১২:২৬ পূর্বাহ্ন
আজ মহান জাতীয় বিজয় দিবস

অনেক ত্যাগের বিনিময়ে আর্জিত ও বিজয়।লাখ লাখ মানুষের উৎসর্গিত জীবন, মা-বোনের লুণ্ঠিত ইজ্জত ও শ্রেষ্ট সন্তানদের রক্তের বিনিময় এ স্বাধীনতা।৪৮ বছর আগে ১৯৭১ সালের এই দিনে দখলদার পাক বাহিনীর আত্নসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় আমাদের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় এবং শ্রেষ্ট সন্তানদের ত্যাগ আর রক্তের বিনিময় পেয়েছি ৫৬ বর্গমাইলের ভূখন্ড আজকের স্বাধীন বাংলাদেশ।প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীএবং বিভিন্ন রাজনীতিবিদ,কূটনৈতিকসহ  বিশিষ্ট জনেরা।এরপরই স্মৃতিসৌধের মূল ফটক সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

লাল ফুল আর সবুজ গাছের সমন্বয়ে স্মৃতিসৌধকে সাজানো হয়েছে জাতীয় পতাকার ঢঙে।রাখা হয়েছে চার স্তরবিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে,যাঁর ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন বাঙালিকে।১৯৭১ সালের ২৫ই মার্চ শুরু হওয়া স্বাধীনতার রক্তক্ষয়ী  ৯ মাস যুদ্ধে শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর  অবশেষে বাঙালির মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ডোর কাছে পাকিস্তানি দখলদাররা আনুষ্ঠানিক ভাবে আত্নসমর্পণ করে। এই আত্নসমর্পণের  মধ্য দিয়েই বিশ্ব মানচিত্রে জন্ম নেয় নতুন এক স্বাধীন দেশ 'বাংলাদেশ'।