মহান বিজয় দিবসকে সামনে রেখে বর্ণিল আলোক সজ্জায় সাজতে শুরু করেছে সরাইল উপজেলার বিভিন্ন সরকারী অফিসসহ ব্যক্তি মালিকানাধীন স্থাপনা। ইতোমধ্যে সরকারী, বেসরকারী অফিস, বিভিন্ন ভবনে শোভা পাচ্ছে বর্ণিল আলোকসজ্জা। সন্ধ্যার পর থেকেই দেখা যায় মনমাতানো রং-বেরংয়ের আলোর খেলা। এমন চোখ ধাঁধানো আলোকসজ্জায় মুগ্ধ উপজেলাবাসী।
রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার সরাইল উপজেলা সরেজমিনে ঘুরে দেখা গেছে আলোক সজ্জার এসব চিত্র। সন্ধ্যার পর থেকেই এসব আলোর খেলা দেখতে ভীড় করছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। ফলে এবছর বিজয় দিবসের আনন্দে ভিন্নমাত্রা যোগ হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
এ দিকে জানাযায়,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হইয়াছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।