
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ১:৩৩

মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানাযায়। রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে প্যারেড মহরত, মঞ্চ তৈরি, ও মাঠের সাজ সজ্জা সার্বিক পরিদর্শনে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি ফারজানা প্রিয়াঙ্কা।
এ সময় সঙ্গে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি মোঃ মাহফুজ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ প্রমুখ।
এ সময় মাঠে আরো ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব