
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:৪২

সরাইলে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সুএ জানান, শনিবার (১৪ ডিসেম্বর ) গোপন সংবাদের ভিত্তিতে সরাইল অফিসার ইনর্চাজ মোঃ সাহাদাত হোসেন টিটো'র দিক-নিদের্শনা মতে এএসআই মোঃ আলাউদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার সরাইল-নাসিরনগর সড়কের পাঠানপাড়া রাস্তার মাথায় তিন রাস্তার মোড় হইতে আসামী সিরাজ মিয়া(৪৩), পিতা- আলতাফ আলী,সদর ইউপির কুট্টাপাড়া(পশ্চিম), বর্তমান সাং- উত্তর আরিফাইল, অপর আসামী মোঃ বিল্লাল মিয়া(২৮),
পিতা- সমুদ আলী,সদর ইউপির দক্ষিন আরিফাইল, সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে তাদেরকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ।সরাইল থানা অফিসার ইনর্চাজ মোঃ সাহাদাত হোসেন টিটো গ্রেফতারের কথা স্বীকার করে এ প্রতিনিধিকে জানান, সরাইলে মাদকবিরোধী অভিযান চলমান আছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুজনকে মাদকসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মূলে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
