ইসলাম পরিবহনের বাস থেকে জাটকা ইলিশ জব্দ

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: রবিবার ১৫ই ডিসেম্বর ২০১৯ ০২:২০ অপরাহ্ন
ইসলাম পরিবহনের বাস থেকে জাটকা ইলিশ জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে পাঁচ’শ কেজি জাটকা ইলিশ আটক করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাত দশটার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ইসলাম পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব ১৫-৩৯৮০) সাইট বক্স থেকে এসব মাছ জব্দ করা হয়। এসময় বাসের সুপারভাইজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান অভিযান চালিয়ে ইসলাম পরিবহনের সাইট বক্স থেকে ককসেট ভর্তি এসব মাছ জব্দ করে।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা। নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাস ইসলাম পরিবহনের সুপার ভাইজার কবির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত এসব মাছ রাতেই বিভিন্ন এতিমখানা মাদ্রসার ছাত্রদের মাঝে বিতরন করেন । কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাশ জানান, জাটকা পরিবহনে দায়ে বাসের সুপারভাইজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।