
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:৩২

সারাদেশের মত পিরোজপুরেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যলয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযোদ্ধারা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে শহীদ বুদ্ধিজীবী দিবস ও ৭১এর মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান,অতিরিক্ত জেলা প্রশাসক ঝুমুর বালা,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ এম এ হাকিম হাওলাদার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী, সাংবাদিক,শিক্ষকসহ আরো অনেকে।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,তোমরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশ তথা বাংলাদেশের মুক্তিযোদ্ধ বিষয়ে জানতে হবে। তোমাদের মাঝ থেকেই তৈরি হবে বঙ্গবন্ধু,ভাসানী,শেখ হাসিনার মত নেতৃত্ব।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব