হিজলায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৪ই ডিসেম্বর ২০১৯ ১২:১৫ অপরাহ্ন
হিজলায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৯। হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায়, উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম,

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মামুন অর রশিদ, ওসি (তদন্ত ) ইলিয়াস হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এবং বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কারিজুল ইসলাম। মুক্তিযুদ্ধ চলাকালে বিজয়ের ঠিক পূর্ব মূহুর্তে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানের দোসরা, বাংলা জাতীকে মেধা শূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যার খেলায় মেতে উঠে ছিলো। তাই পরিকল্পিত ভাবে ১০ ডিসেম্বর থেকে শুরু করে ১৪ ডিসেম্বর পর্যন্ত ১০৭০ জন বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের হত্যা করে ছিল।