
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ৫:২

বরিশালের আগৈলঝাড়ায় এক বাড়ি থেকে পাঁচ বস্তা গাঁজা উদ্ধার করা হয়েছে। র্যাব-৮ এর সদস্যরা এগুলো উদ্ধার করেছে। তাদের দাবি বাড়ির মালিক সচিবালয়ের কর্মচারী। এসময় তার স্ত্রী শাহানাজ বেগমকে আটক করা হয়।
খান সজিবুল ইসলাম জানান, এ ঘটনায় বরিশাল র্যাব-৮ এর ডিএডি আনোয়ারুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় শাহানাজকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটক শাহানাজ বেগম মামলা প্রসঙ্গে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) নকিব আকরাম বলেন, ‘মামলায় শাহানাজ বেগমের স্বামী আলী আকবর শিকদারের কোনও পরিচয় দেওয়া হয়নি। বাড়ি উত্তর শিহিপাশা গ্রামে উল্লেখ করা হয়েছে।’

শিহিপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার কুদ্দুস মোল্লা জানান, ‘শাহানাজ বেগম আগে থেকেই মাদক বিক্রির সঙ্গে জড়িত। কিছুদিন আগে ওইসব গাঁজা শাহানাজের বাড়িতে একটি প্রাইভেটকারে করে নিয়ে আসা হয়েছিল।’
ইনিউজ ৭১/টি.টি. রাকিব