
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ৪:৩১

সরাইল উপজেলা কালিকচ্ছ এলাকায় দেশীয় চুলাই মদ তৈরির কারখানায় পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে মদ তৈরির লিকুইড, সরঞ্জাম ও মাটির নিচে পুতে রাখা তিন ড্রাম মদ জব্দ করেছে পুলিশ। এসময় মদ তৈরি ও সহযোগিতা করার অভিযোগে স্থানীয় সাবেক মেম্বার মোহাম্মদ আলীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ৮টায় উপজেলার কালিকচ্ছ ইউপির মধ্যপাড়া এলাকায় মুচি বাড়িতে এ অভিযান চালায় পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন সরাইল সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন।পুলিশ ও এলাকাবাসী জানায়, এখানে দীর্ঘদিন যাবৎ চুলাই মদ তৈরি করা হয়। এখানকার মদ উপজেলার বিভিন্ন এলাকায় পাচার করা হয়। মাঝেমধ্যে পুলিশ অভিযান চালিয়ে এ মদের কারখানা গুড়িয়ে দিলেও স্থানীয় কতিপয় প্রভাবশালীর শেল্টারে এখানে চুলাই মদ তৈরি করা হয়। সাবেক মেম্বার মোহাম্মদ আলী এ মদের কারখানায় গুড় সরবরাহ করে থাকে বলে মদের কারখানার লোকজন বিষয়টি পুলিশকে জানায়।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হক জানান, সার্কেল স্যারের নেতৃত্বে ওই মদের কারখানায় অভিযান চালায় পুলিশ। মদ তৈরির লিকুইডসহ তিন ড্রাম মদ জব্দ করা হয়েছে। মদ তৈরির অভিযোগে দুই নারী ও এক যুবককে আটক করা হয়েছে। এ কারখানায় গুড় সরবরাহ করার অভিযোগে সাবেক মেম্বার মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদ করতে তাদের সঙ্গে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিষয়টি সার্কেল স্যার দেখবেন, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব