বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া জেলা পরিষদ মার্কেট ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে ব্যবসায়ীদের উপস্থিতিতে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উপস্থিত ব্যবসায়ীদের সর্ব সম্মতিতে সভাপতি হিসেবে এম.কে. রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে সবুজ মৃধাকে মনোনীত করা হয়। কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার হেমায়েত উদ্দিন খান বাদশা, আবুল বাশার সুমন ও ডাঃ আবুল কালাম আজাদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান (নুরু), সহঃ সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক রাজ্জাক কোষাধ্যক্ষ সোহেল নেগাবান, সহঃ কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক নাজমুল হোসেন রাহাত। এছাড়া কার্যনির্বাহী সদস্য (১) মোঃ শফিক (২) পলাশ (৩) জয়দেব হালদার। আগামী ১ জানুয়ারী ২০২০ সাল থেকে এই কমিটি কার্যকর করা হবে।
উক্ত তারিখের মধ্যে পশ্চিম কাউনিয়া জেলা পরিষদ মার্কেট ব্যবসায়ীদের মধ্যে আগ্রহী সকল ব্যবসায়ীকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সাথে যোগাযোগ করে কমিটির সদস্য পদ গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হইলো।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।