
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ২:৯

রবি মৌসুমে ভূট্টা,সরিষা ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে (২০১৯ - ২০) অর্থ বছরে, প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বীনামূল্য বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, (বরিশাল-৪) আসনের সংসদ সদস্য পংকজ নাথ।
হিজলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে, ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফাহাদ আল হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মোসাঃ নাজমা বেগম, অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, হিজলা গৌরব্দির ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ। হিজলার ৬ টি ইউনিয়নের ৫০০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে বীজ ও সার বিতরণ করা হবে।

এর মধ্যে ২০০ জন কৃষকের প্রত্যেকে ২কেজি ভূট্টা, ২০কেজি ডিএমপি সার এবং ১০কেজি এমওপি সার পাবে। সরিষা দেয়া হবে ২০০ জন কৃষককে, জনপ্রতি পাবে সরিষা ১ কেজি, ডিএমপি সার ২০ কেজি এবং এমওপি সার ১০ কেজি। মুগ দেয়া হবে ১০০ জন কৃষককে, তাদের প্রত্যেককে মুগ ৫ কেজি, ডিএমপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে দেয়া হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব