ঢাকায় অগ্নিকাণ্ড: আরও ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক, লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ১৩ই ডিসেম্বর ২০১৯ ০৪:২৪ অপরাহ্ন
ঢাকায় অগ্নিকাণ্ড: আরও ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক, লাইফ সাপোর্টে

কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিনের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে তিনি সাংবাদিকদের জানান এখনও ১৮ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০ জনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং বাকি ৮ জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ১০ জনের অবস্থা অত্যন্ত আশংকাজনক বলে জানান তিনি। তাদের সবাইকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গত বুধবার বিকেলে কেরানীগঞ্জের চুনকুটিয়ার প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক জনসহ মোট ১০ জন নিহত হন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব