আগৈলঝাড়ায় ৫বস্তা গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: শুক্রবার ১৩ই ডিসেম্বর ২০১৯ ০২:২৩ অপরাহ্ন
আগৈলঝাড়ায় ৫বস্তা গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় ৫বস্তা গাঁজাসহ শীর্ষ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত গাঁজা এ যাবত কালের আগৈলঝাড়ার সবচেয়ে বড় চালান। র‌্যাব সূত্রে জানা গেছে, মাদক জাতীয় দ্রব্য কেনা বেচার গোপন খবরে আগৈলঝাড়া থানা এলাকার উত্তর শিহিপাশা গ্রামের মো. আলী আকবর শিকদারের বাড়িতে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা বৃহস্পতিবার রাত বারোটার দিকে অভিযান শুরু করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আলী আকবরের স্ত্রী মোসাম্মৎ শাহানাজ বেগম (৪২)কে আটক করে র‌্যাব সদস্যরা। 

আটক শাহনাজ র‌্যাবের কাছে নিজেকে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করার স্বীকরোক্তি মুলক জবানবন্দি প্রদান করেছে। আটক শাহানাজের বক্তব্য অনুযায়ি শাহানাজ বেগমের বসত ঘরের উত্তর পাশের মাটির নীচে রাখা গর্ত থেকে পাঁচটি প্লাস্টিকের বস্তায় বিশেষভাবে মোড়ানো ১০৬ দশমিক ৩ কেজি গাঁজা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করে। 

জানাগেছে আটক শাহনাজ বেগমরে স্বামী আলী আকবর সচিবালয়ে কর্মরত রয়েছে। এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি'র ডিএডি মো. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

ইনিউজ ৭১/এম.আর