
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ১:৪১

নানা জল্পনা আর কল্পনা শেষে অবশেষে প্রকাশ পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী এবং গণহত্যাকারী রাজাকার, আল বদর ও আল শামসদের তালিকা। আগামী ১৫ ডিসেম্বর (রোববার) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বলেন, আমরা দীর্ঘদিন ধরেই মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের তালিকা প্রণয়নের কাজ করছি। অবশেষে রোববার (১৫ ডিসেম্বর) এ তালিকা প্রকাশ করা হবে। তবে এটাই চূড়ান্ত তালিকা নয়। পর্যায়ক্রমে আরো তালিকা প্রকাশ করা হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব