শ্রমিক নেতা মেহেদী হাসান লেবার পার্টির(যুক্তফ্রন্ট) কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১২ই ডিসেম্বর ২০১৯ ০৪:২৯ অপরাহ্ন
শ্রমিক নেতা মেহেদী হাসান লেবার পার্টির(যুক্তফ্রন্ট) কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শ্রমিক নেতা মেহেদী হাসান হাওলাদারকে বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় তার নিজ জেলা বাসির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। মেহেদি হাসান দীর্ঘ দিন পর্যন্ত বাংলাদেশ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে ছিলেন।

তার রাজনীতির যাত্রা শুরু হয় বালিপাড়া ইউনিয়ন ছাত্র লীগের আহ-বাহয়ক দিয়ে, এবং পরোবর্তীতে বাংলাদেশ ছাত্র মিশনের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, এবং সাম্যবাদি শ্রমিক সংগঠনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ টেক্সটাইল র্গামেন্টস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এর দায়িত্বে ছিলেন দীর্ঘ দিন। 

গঠনতন্ত্রের ১৭-গ ধারার প্রদত্ত ক্ষমতাবলে বংলাদেশ লেবার পার্টি (যুক্তফ্রন্ট) নির্বাহী কমিটির পরামর্শে দলের চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী এ মনোনয়ন দেন। মহাসচিব আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরে এ মনোনয়ন আজ (১২ ডিসেম্বর) থেকে কার্যকর করা হলো। বাংলাদেশ লেবার পার্টি প্রচার সম্পাদক তরিকুল ইসলাম। স্বাক্ষিরিত এক প্রেস বার্তায় এ খবর নিশ্চিত হওয়া যায়।

ইনিউজ ৭১/এম.আর