
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ২২:১৮

সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কলাপাড়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় তথ্য ও প্রযুক্তি বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা চত্বরে পথসভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। এছাড়া এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল প্রমুখ। র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ইউপি চেয়ারম্যানসহ সরকারী কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ইন্টারনেটে যেন কোন কিছু শেয়ার দেয়ার আগে ভালভাবে পরোক্ষ করে এবং শেয়ার দিলে কোন কারো প্রতি বিরুপ প্রতিকৃয়া সৃষ্টি হয় কিনা বা কোন সন্ত্রাসী তৎপরতা সৃষ্টি হয় কিনা সে দিকে সবাইকে সুদৃষ্টি রাখার আহ্বান জানান।

ইনিউজ ৭১/এম.আর