ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন: নিহত ১, আশঙ্কাজনক ৩৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ১১ই ডিসেম্বর ২০১৯ ০৮:৩৯ অপরাহ্ন
ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন: নিহত ১, আশঙ্কাজনক ৩৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনখুটিয়া এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে প্রায় ৩৩ জন আহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

র‌্যাব-৩ এর মেজর শাহরিয়ার জানান, ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এসআই  বাচ্চু মিয়া জানান, ২৫-৩০ জনকে এখানে আনা হযেছে। তারা চিকিৎসাধীন। আহতরা সবাই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব