বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে ঘর দখল!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১১ই ডিসেম্বর ২০১৯ ০৮:১৪ অপরাহ্ন
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে ঘর দখল!

পটুয়াখালীর বাউফলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে টিনসেট ঘর দখলের অভিযোগ পাওয়া গেছে এক মাদ্রসার সুপারের বিরুদ্ধে। উপজেলার বড় ডালিমা গ্রামের নুর মোহাম্মদ মুন্সি বাড়িতে এ দখলের ঘটনাটি ঘটেছে।

সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, উপজেলার বড় ডালিমা দাখিল মাদ্রাসার সহ-সুপার আব্দুল হাকীম প্রায় ৩০ বছর পূর্বে তার পৈত্রিক সম্পত্তি (অছিয়তকৃত) নিজ জমিতে টিনসেট ঘর নির্মাণ করেন। নির্মানের পর থেকে তিনি ওই ঘর রিকশার গ্যারেজ হিসেবে ভাড়া দিয়ে আসছেন। কয়েকদিন আগে আব্দুল হাকীম ব্যক্তিগত কাজে ঢাকা অবস্থান করেন। এই সুযোগে তারই ছোট ভাই জৌতা বালিকা দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রহিম ওই রিকশার গ্যারেজের তালা ভেঙ্গে ঘরে মাঝে বেড়া নির্মাণ করে এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টাঙ্গিয়ে ঘর দখল করেন। এ ঘটনায় আব্দুল হাকীম দখলকারির বিরুদ্ধে মামলা করবেন বলে সাংবাদিকদের জানান। 

এ ব্যাপারে সুপার আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন আমি কারো ঘর দখল করিনি। আমার বাবা মৃতু নুর মোহাম্মদ মুন্সি’র নিজ সম্পত্তিতে নির্মানকৃত ঘর বিবাহ রেজিষ্ট্রি কার্যালয় হিসেবে ব্যবহার করছি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব