
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ০:২৫

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে, বরিশালের হিজলা উপজেলা তথ্য কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা তথ্য সেবা অফিসার রূপালী মন্ডল এর সভাপতিত্বে ১১ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায়, বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুরের মোল্লা বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, কিশোরগঞ্জের সড়ক ও জনপদের সহকারী প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, তথ্য সেবা সহকারী সাবিনা ইয়াসমিন এবং স্নিগ্ধা দাস।
উঠান বৈঠকে গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্যগত সমস্যা, বাল্য বিয়ে, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকরি সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা, কৃষি বিষয়ক সমস্যা সমাধান এবং ডিজিটাল সেবার নানান দিক সম্পর্কে অবহিত করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব