বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ৩০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১১ই ডিসেম্বর ২০১৯ ০৪:৩৬ অপরাহ্ন
বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ৩০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান চাঁদপুর কর্তৃক রাজধানীর চকবাজার থানাধীন ছোটকাটরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ৫০ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৩০,০০,০০,০০০ (ত্রিশ কোটি টাকা) মাত্র।

গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার লেঃ এ এস এম লুৎফর রহমান, (এক্স), বিএন এর নেতৃত্বে চকবাজারে চক মোগলটুলী এলাকার তিনটি গুডামে এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালীন সময় সৈয়দ মোঃ আলমগীর, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স উপস্থিত ছিলেন।

পরবর্তীতে স্থানীয় গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি এবং দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

ইনিউজ ৭১/এম.আর