বেসরকারি স্যাটালাইট টেলিভিশন এবং এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দীন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছে প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত সংবাদকর্মীরা এবং প্রধান ফটকে ঝুলিয়ে দেয়া হয়েছে তালা। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত সংবাদকর্মীরা।
এর আগে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা তিনটার দিকে ঢাকা সাংনাদিক ইউনিউনের কয়েকজন নেতা ব্যবস্থাপনা পরিচালকের সাথে দেখা করতে যান। এবং দীর্ঘ সময় ধরে ঢাকা সাংনাদিক ইউনিয়নের নেতারা সালাউদ্দীন আহামেদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকও হয়।
কিন্তু, আলোচনা ফলপ্রসূ না হওয়ায়, পরিচালক সালাউদ্দীন আহমেদকে অবরুদ্ধ করে রাখে সংবাদকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অবরুদ্ধ রয়েছে ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দীন আহমেদ। ১৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন সাংবাদিক নেতারা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।